বিশ্বের প্রথম সারির যেসব দেশ থেকে নীলকান্তমণি বা নীলা পাথর রফতানি করা হয় শ্রীলঙ্কা তাদের মধ্যে একটি। শ্রীলঙ্কার "রত্নপুরা" নামক এলাকার একজন রত্ন ব্যবসায়ী তার বাড়ির পেছনে শ্রমিকদের দিয়ে কূপ খনন করাতে গিয়ে পাথরটি আবিষ্কার করেন।পাথরটির মালিক গোমেজ বলেন, কূপ খননকারী শ্রমিকরা বলেছিল, মাটির তলায় মূল্যবান পাথর পাওয়া যেতে পারে। হঠাৎ বিশাল এক পাথর পেয়ে আমরা হতবাক হয়ে গেলাম।
গোমেজ জানান, তিনি নিজেও একজন রত্ন ব্যবসায়ী। তবে যে পাথরটি পাওয়া গেছে তার ওপর থেকে কাদামাটি সাফ করতে বছরখানেক সময় লেগে যাবে। পাথরটির ওপর থেকে কিছু পাথর তুলে ফেললেই মূল্যবান নীলা বেরিয়ে আসবে।
মাটির নিচে বিভিন্ন সময় রত্ন পাথর পাওয়া যায় বলে এই এলাকাটির নামকরণ করা হয়েছে ‘রত্নপুরা’।
বিশেষজ্ঞরা বলছেন, পাথরটি ‘নীলকান্তমণি’, এর রং নীল। আন্তর্জাতিক বাজারে এর দাম হবে প্রায় ১০০ মিলিয়ন ডলার। পাথরটির ওজন ২.৫ মিলিয়ন ক্যারেট বা ৫১০ কেজি।
Tags:
WORLD NEWS
