ঢাকার বনানীতে একটি ভবনে আগুন লেগেছে। শনিবার সকালে চেয়ারম্যানবাড়ি এলাকায় অবস্তিত পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরে পরে জানানো যাবে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।আগুন লাগার পর সকাল ৯টা ১০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ণন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।
Tags:
BANGLADESH NEWS