ওমরায় খরচ হতে পারে প্রায় দ্বিগুণ গ্রহণ করতে হবে নির্দিষ্ট টিকা


 বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে সরকার। এ জন্য অফিস খুলতে শুরু করেছে বেসরকারি এজেন্সিগুলো। ধুলো ছেড়ে পরিষ্কার করা হচ্ছে দীর্ঘদিন পড়ে থাকা টেবিল-চেয়ার। ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ২৪৭টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। আরো এজেন্সিকে লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে। তবে অনুমতি মিললেও দেশের ওমরাহ যাত্রীদের মক্কা-মদিনায় যেতে এখনো দুই থেকে তিন সপ্তাহ লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবার ওমরায় খরচ হতে পারে প্রায় দ্বিগুণ।

করোনার নির্দিষ্ট টিকা গ্রহণ ছাড়া যাওয়া যাবে না ওমরায়। এ ছাড়া আরো বেশ কিছু শর্ত দিয়েছে সৌদি সরকার। ১৪৪২ হিজরির পবিত্র হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর গত ১৫ জিলহজ তথা ২৫ জুলাই থেকে পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে। প্রথমে শুধু সৌদি আরবে অবস্থানরতরা ওমরাহ পালনের সুযোগ পান। তবে গত ১ মহররম তথা ১০ আগস্ট থেকে বিদেশীদের জন্য ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। বিদেশীদের অনুমতি দেয়ার পর গতকাল নাইজেরিয়া থেকে প্রথম সৌদি আরবে ওমরাহ যাত্রী প্রবেশ করেছেন।

বাংলাদেশের ধর্মমন্ত্রণালয় গত ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি সরকার বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়ার অনুমতি দিয়েছে। এ লক্ষ্যে ২৪৭টি বৈধ ওমরাহ এজেন্সির তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। তবে দীর্ঘদিন হজ-ওমরাহ কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যেতে কিছুটা বিলম্ব হতে পারে বলে এজেন্সি মালিকদের সূত্রে জানা গেছে।

নবীনতর পূর্বতন