আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের পেসার শরিফুল এর শাস্তি বহাল থাকবে ২৪ মাস।


 আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের পেসার শাস্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ব্যাটসম্যান মিচেল মার্শকে আউট করার পর শরীফুলের উদ্‌যাপনটা বেশ আগ্রাসীই ছিল। আউট হয়ে ফেরার সময় মার্শের খুব কাছে গিয়ে চিৎকার করেছিলেন শরীফুল।তবে এ ঘটনার শুরুটা মার্শের মাধ্যমেই। ইনিংসের শুরুর দিকে শরীফুলকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন তিনি। পরে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ এসে মার্শের সঙ্গে বিবাদে জড়ান। পরে আম্পায়ার এসে দুজনকে আলাদা করেন।আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ শরীফুলকে  শাস্তি দিয়েছেন। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় শরীফুলের কোনো শুনানির প্রয়োজন পড়েনি।তিরস্কার এর পাশাপাশি ক্যারিয়ারেই শুরুতেই একটি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলেন এই বাঁহাতি পেসার যা বহাল থাকবে ২৪ মাস।

নবীনতর পূর্বতন