স্বেচ্ছায় আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপে খেলতে চান না বলে জানিয়েছেন তামিম ইকবাল।বুধবার ফেসবুক লাইভে তামিম ইকবাল বলেন, আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে কিছু জিনিস শেয়ার করেছি। যেটা সবার সাথে শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি যে, আমার মনে হয় না যে, আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম নট এভেইলএভেল ফর দ্যা ওয়ার্ল্ড কাপ।
এর কারণ হিসেবে তিনি বলেন, গেম টাইম, ইনজুরি (তবে অত বড় সমস্যা না) এছাড়া সব থেকে বড় সমস্যা হলো শেষ অনেকগুলো টি-টুয়েন্টি আমি দলের বাইরে। নতুন যারা খেলছেন তারা ভালো অবদান রাখছেন, তাই এটা ফেয়ার হবে না তাদের যায়গাটা নেয়ার।
তামিম বলেন, ‘আমি অবসর নিচ্ছি না তবে এ বিশ্বকাপটা আমার খেলা হবে না। আমার মনে হয় এটা হবে আমার জন্য ফেয়ার ডিসিশন’।
লাইভের সবশেষে তামিম বলেন, ‘আমি চাই কেউ আমাকে এ বিষয়ে আর কোনো কিছু জিজ্ঞেস না করুক। আমি নিজের প্রাইভেসি নিয়ে থাকতে চাই। আমাকে যেন কেউ হোয়াটঅ্যাপ, ফোনে কেউ নক না দেয়।’
সামনে বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ড সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের শেষ সিরিজ। সেই সিরিজে চোটের কারণে নেই তামিম। এর আগে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি।
Tags:
SPORTS NEWS