চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য নানা ভূমিকা রেখেছেন এবং গত ৫ আগস্টের পর কর্মস্থলে যোগ না দিয়ে গা ঢাকা দিয়েছেন, তাদের ধরতে আমজনতার সহযোগিতা চাইলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘অনেকে হয়তো আত্মগোপনে থেকে এদিক সেদিক পালিয়ে গেছেন। আমরা চাই সমাজের সব স্তরের মানুষ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে। তারা কোথায় আছে। আমরা চেষ্টা করব আপনারাও আমাদের সহযোগিতা করুন।’ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় যেসব ঘটনা ঘটেছে এবং যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, আরও মামলা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ী এবং উত্তরা পূর্ব থানায় যেসব ঘটনা ঘটেছে এগুলোতে পুলিশ কেস হয়েছে। অন্যান্য কেস রুজু হওয়ার অপেক্ষায় আছে।