গোটা এলাকাজুড়ে অসহায়দের চিৎকার আর হাহাকার। অ্যাবি গেটের সামনে পড়ে রয়েছে সারি সারি রক্তাক্ত লাশ। রক্তস্রোতে ভাসছে কিছু। হাত, পা টেনে শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন পরিবার-পরিজনেরা। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এমনই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। আমেরিকার সেনা-ঘেরা অ্যাবি গেটের সামনে প্রথমে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঠিক পরেই শুরু হয় এলোপাথাড়ি গুলি-বর্ষণ। আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে। কিন্তু মৃত্যু ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারেই বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে।
দেশ ছাড়তে চেয়ে আমেরিকান সেনার নিয়ন্ত্রণে থাকা ওই গেটের কাছে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক আফগান। হামলায় লক্ষ্য তারাই ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ওয়াশিংটনের দাবি, আইএস উগ্রবাদী সংগঠনের ‘খোরাসান’ শাখা এই হামলা চালিয়েছে। কয়েক দিন আগেই পেন্টাগনের পক্ষ থেকে এমন হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
Tags:
WORLD NEWS
