ক্ষতিকর বিবেচনায় বাংলাদেশে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার আদালতের নির্দেশে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করতে এক রিটের পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট হাইকোর্ট ১০ দিনের মধ্যে পাবজি ও ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেম তিন মসের জন্য বন্ধের নির্দেশ দেন। একইসাথে অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকির মতো সকল প্রকার অনলাইন গেমস ও অ্যাপ বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, এরই মধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। আমরা ডিপার্টমেন্ট অব টেলিকমকে নির্দেশ দেয়ার পর তারা বন্ধ করে দিয়েছে। বাকি ক্ষতিকর অনলাইন প্লাটফর্ম নিয়েও সিদ্ধান্ত হবে।
তিনি জানান, পাবজি ও ফ্রি ফয়ার বন্ধে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে। আর বাকি যেগুলো আছে ওইগুলো ক্ষতিকর কি না, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, টিকটক, লাইকি, বিগোসহ আরো যেগুলো আছে সেগুলোর তালিকা করছি আমরা। আমরা কমিটি করে দিয়েছি পর্যালোচনা করার জন্য। ক্ষতিকরগুলো আমরা বন্ধ করে দেব। যেগুলো পারব না সেগুলো ওই প্রতিষ্ঠানকে বন্ধ করতে বলা হবে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,আমরা হাইকোর্টের রুলের আওতায় কাজ করছি। যে দু’টিকে সরাসরি বন্ধ করতে বলেছেন তা বন্ধ করে দিয়েছি। বাকিগুলো এখন দেখতে হবে ক্ষতিকর কি না। কারণ কেউ বলে ক্ষতিকর আবার কেউ বলে ক্ষতিকর নয়। আমরা এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রিটকারীসহ আরো অনেকের সাথে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব। আদালত প্রাথমিকভাবে তিন মাসের জন্য বন্ধ করতে বলেছেন আমরা সেটাই করব।
