বুধবার বিকেলে হঠাৎ করেই অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে পারেন অভিনেত্রীর ফেসবুক লাইভ থেকে। বিকেল চারটার দিকে র্যাবের কর্মকর্তারা পরীমণির বাসায় প্রবেশ করেন। এর মাঝে কি পাওয়া গেল, কে কে আছে এ নিয়ে তথ্য আদানপ্রদানে কেটে যায় প্রায় চার ঘণ্টা। আটটার দিকে একটি গাড়িতে তোলা হয়, পরীমণির বাসা থেকে উদ্ধার হওয়া প্রায় অর্ধশত বিদেশি মদের বোতল। বহু নামী ব্রান্ডের দেখা মেলে সেখানে।
এখানেই শেষ নয়, পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের নজরদারিতে আছেন আরো অনেকে। ছায়া তদন্ত শেষে অভিযোগ পেলেই চালানো হবে অভিযান। ইতোমধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের সূত্র ধরেও চলবে অভিযান। এমন কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। এদিকে সাম্প্রতিক একের পর এক অভিযানে শোবিজ জগতে শুরু হয়েছে চরম অস্থিরতা। অনেকে এটাকে শুদ্ধি অভিযান বলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিত্র পরিচালক বলেন, বছরের পর বছর কোনো সিনেমা রিলিজ হয় না এমনও অনেক নায়িকা বিলাসী জীবনযাপন করছেন। তাদের অর্থের উৎস খুঁজে বের করা উচিত।
সম্প্রতি কয়েকটি অভিযানে গ্রেফতার হয়েছেন কথিত মিডিয়াব্যক্তিত্ব আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা একা, মডেল কন্যা পিয়াসা ও মৌ।আরো অনেকে গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন। বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিদেরকে বিভিন্ন সময়ে যারা ব্ল্যাকমেইল করে টাকার পাহাড় জমিয়েছেন। যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সূত্র জানায়, একজন নারী চিত্র পরিচালক রয়েছেন তিনিও নজরদারির মধ্যে আছেন। পরীমণিকে ব্যবহার করে ওই নারী পরিচালকও কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ আছে। আছে আরো কয়েকজন মডেল ও পরিচালক। যাদের বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।
