পালিয়ে থেকে ফেসবুকে দোয়ার দরখাস্ত সেই সালাহ উদ্দিন টিপুর


লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলার প্রধান আসামি এ কে এম সালাহ উদ্দিন টিপু। তিনি ৫ আগস্টের পর থেকেই রয়েছেন পলাতক। এরই মধ্যে গতকাল শনিবার (১২ অক্টোবর) তার ফেসবুক ওয়ালে সৌদি আরবে তোলা একটি ছবি দিয়ে লিখেন ‘দোয়ার দরখাস্ত’।

সরকার পতনের পর এটিই জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর ফেসবুকে প্রথম পোস্ট। তাঁর এ পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে।

নবীনতর পূর্বতন